contact@npsndhk.com
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

অধ্যক্ষের বাণী

নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

নৌপরিবার শিশু নিকেতন ঢাকা বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ দ্বারা পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। নৌ সদস্য, আধা-সামরিক, এবং অসামরিক সদস্যদের সন্তানদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন নৌ-অঞ্চলে নৌপরিবার শিশু নিকেতন প্রতিষ্ঠা করা হয়। ০১ মার্চ ১৯৮১ সালে চট্টগ্রাম নৌঅঞ্চলে অবস্থিত নাবিক আবাসিক এলাকা-১ ও নৌপরিবার শিশু নিকেতন-১ এবং ০১ জানুয়ারি ১৯৮৪ সালে চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকা -২ এ নৌপরিবার শিশু নিকেতন-২, প্রতিষ্ঠা করা হয়। ০১ জানুয়ারি ১৯৯২ সালে নৌ পরিবার শিশু নিকেতন কাপ্তাই, ০১ জানুয়ারি ১৯৯৩ সালে নৌপরিবার শিশু নিকেতন খুলনা, ০১ জানুয়ারি ১৯৯৬ সালে নৌপরিবার শিশু নিকেতন ঢাকা, ৩১ জানুয়ারি ২০০০ সালে মোংলা নৌপরিবার শিশু নিকেতন মোংলা এবং সর্বশেষ ২০২৪ সালে নৌপরিবার শিশু নিকেতন ঢাকা (বানৌজা ঢাকা) শাখা প্রতিষ্ঠা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ দ্বারা পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন-ঢাকা নাবিক আবাসিক এলাকা মিরপুর-১৪ শাখাটি ১৯৯৬ সালের ০১ জানুয়ারি তারিখে ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে।

বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১২০০ জন। নৌপরিবার শিশু নিকেতনের রয়েছে ৩০ জন সুশিক্ষিত শিক্ষক, যারা কোমলমতি শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যৎ তৈরিতে প্রতিনিয়ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। নৌপরিবার শিশু নিকেতন একটি দক্ষ ব্যবস্থাপনা কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। আমাদের রয়েছে বৃক্ষ শোভিত ছায়াময় বিদ্যালয় প্রাঙ্গণ, ঘাসে ঢাকা সবুজ ছোট্ট মাঠ, খোলা মেলা ক্লাস রুম, ১টি সমৃদ্ধ লাইব্রেরি।

শুধু পাঠ্য বই কেন্দ্রিক পড়াশোনা নয়, রয়েছে নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম যা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করেছে। প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় যা তাদের একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে। বিষয় ভিত্তিক দক্ষ ও আন্তরিক শিক্ষকের পাশাপাশি নৌপরিবার শিশু নিকেতনের রয়েছে আর্ট এবং নাচের জন্য বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষক মন্ডলী, যাদের প্রত্যক্ষ সহযোগিতায় বিকশিত হচ্ছে শিশুদের সুপ্ত প্রতিভা।

আমি নৌপরিবার শিশু নিকেতনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

শাঁওলী শরমিন শান্তা
অধ্যক্ষ
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা
মিরপুর ১৪ শাখা

নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ দেশের কল্যাণমূলক কার্যক্রমে নিবেদিত একটি অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা । এই মহৎ সংস্থার সরাসরি পৃষ্ঠপোষকতা ও নিবিড় তত্বাবধানে পরিচালিত হচ্ছে নৌপরিবার শিশু নিকেতন ঢাকা। শিক্ষার আলো সমাজের সকল স্তরে পৌঁছে দেওয়া এবং আমাদের কোমলমতি শিশুদের আদর্শ, মানবিক গুণাবলিসম্পন্ন ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের পবিত্র অঙ্গীকার। নৌপরিবার শিশু নিকেতন, বানৌজা,ঢাকা হলো এই সংস্থার একটি গৌরবময় এবং সর্বশেষ সংযোজিত শিক্ষা প্রতিষ্ঠান।

নৌপরিবার শিশু নিকেতন, বানৌজা ঢাকা, খিলক্ষেত শাখা, নামাপাড়া, নাবিক আবাসিক এলাকায় ২০২৪ সালের ১৬ই জানুয়ারি মাত্র ১০২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। প্রাতিষ্ঠানিক মান ও শিক্ষণ পদ্ধতির শ্রেষ্ঠত্বের কারণে মাত্র দুই বছরের মধ্যেই শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩২০ জনে উন্নীত হয়েছে যা কিনা অভিভাবক মহলের আস্থারই প্রতিফলন।
বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভের প্রথম বছর প্লে শ্রেণি থেকে কেজি শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালু থাকলেও বর্তমানে তা দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, প্রতিষ্ঠানের চলমান সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ শিক্ষাবর্ষে থেকে প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্থায়ীভাবে কার্যক্রম সম্প্রসারণের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শিক্ষার মান নিশ্চিত করতে বর্তমানে নৌপরিবার শিশু নিকেতনে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ৮ জন শিক্ষকমন্ডলী কর্মরত আছেন। যারা শিশুদের মানসিক বিকাশ ও সুপ্ত প্রতিভা বিকাশ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সুদক্ষ ব্যবস্থাপনা কমিটির প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি শিক্ষণ প্রক্রিয়ায় সহ-শিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে, যা প্রতিটি শিক্ষার্থীর সুগঠিত ব্যক্তিত্ব নির্মাণে সহায়ক ভূমিকা পালন করে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা মানবিকতা, মূল্যবোধ,শৃঙ্খলা ও দেশপ্রেমে আলোকিত মানুষ তৈরির একটি যাত্রা। তাই নৌপরিবার শিশু নিকেতন আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় - এটি একটি পরিবার, যেখানে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সবাই মিলেই গড়ে তুলেছে আগামী দিনের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক।

বাংলাদেশ নৌপরিবার শিশু নিকেতন বানৌজা ঢাকা খিলক্ষেত শাখা আগামীতে সর্বত্র জ্ঞানের দ্যুতি ছড়িয়ে দিবে এবং যুগের চাহিদা অনুসারে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এই শুভকামনা করছি।

মাসুদা আক্তার
অধ্যক্ষ
নৌপরিবার শিশু নিকেতন বানৌজা, ঢাকা
খিলক্ষেত শাখা

সাম্প্রতিক এবং আসন্ন ইভেন্টসমূহ

নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

Malawi defence forces

2025-05-26
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

স্কুল পরিদর্শন

2025-09-14
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভায়।

2025-07-28
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

একাডেমিক অফিস

2025-07-30
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

শিক্ষা সফর

2024-11-04
নৌপরিবার শিশু নিকেতন ঢাকা

শিক্ষা সফর

2024-11-05

1500

শিক্ষার্থী

39

শিক্ষক

55

শাখা

2

ক্যাম্পাস

শিক্ষকমণ্ডলী